India Post Office Reqruitment :মাধ্যমিক পাশে ডাক বিভাগে ফের নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ও আরো তথ্যের জন্য সম্পূর্ণ পড়ার জন্য অনুরোধ

 

মাধ্যমিক পাশে ডাক বিভাগে ফের নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 20,000






বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। মাধ্যমিক  পাশে ফের একবার পোস্ট অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোস্ট অফিস (India Post) কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ছেলে ও মেয়ে উভয় প্রার্থী উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ভারতীয় ডাক বিভাগে (Post Office)  চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেন না। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। India Post Office Recruitment 


পদের নাম : ভারতীয় ডাক বিভাগে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা : যে সকল প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। 



মাসিক বেতন : প্রতিমাসে বেতন হিসেবে 19,900 থেকে 63,200 টাকা দেওয়া হবে। 




বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে 56 বছরের মধ্যে। এর বেশি বয়স হলে আবেদন করতে পারবেন না। 





কীভাবে আবেদন করবেন : যে সকল চাকরি প্রার্থী মাধ্যমিক পাশ যোগ্যতা সহ আরও জরুরি যোগ্যতা গুলি রয়েছে এবং তারা যদি আবেদন করতে আগ্রহী হয়ে থাকে তাহলে তাদের অফলাইন আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র পাওয়া যাবে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে সবচেয়ে শেষের দিক। এরপর প্রিন্ট আউট বের করে তা সঠিক তথ্য অনুযায়ী পূরণ করে তার সঙ্গে জরুরি ডকুমেন্টস গুলি লাগিয়ে জমা করতে হবে। 




কী কী ডকুমেন্টস জমা করতে হবে :

মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, অভিজ্ঞতা (যদি থাকে) , এক্স সার্ভিস এর ডকুমেন্টস, জাতিগত সংশয় পত্র, পাসপোর্ট সাইজের ছবি, অন্যান্য জরুরি ডকুমেন্টস। 




আরও কী কী যোগ্যতা লাগবে : 

যেহেতু স্টাফ কার ড্রাইভার বা গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে তাই এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যিক, এছাড়াও গাড়ির মেকানিকাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে সঙ্গে 3 বছরের গাড়ি চালানো অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এক্স সার্ভিসম্যান হলে তার সমস্ত ডকুমেন্টস। 

শূন্যপদ : 4 টি 


আবেদনের শেষ তারিখ : নোটিশ প্রকাশের 15 দিনের মধ্যে জমা করতে হবে। নোটিশ প্রকাশ করা হয় 31 মার্চ। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে।



Website -https://drive.google.com/file/d/15z1OqFkkiCFU7ZBsOQR-DlqMtdmVW_A8/view?usp=drivesdk


Post a Comment

0 Comments