7500 শূন্যপদে এসএসসি Group-B, C নিয়োগের বিজ্ঞপ্তি, যোগ্য যেকেউ ।

 এসএসসি তথা স্টাফ সিলেকশন কমিশন এর তরফে জারি হয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। ঠিক এই মুহূর্তে চাকরি প্রার্থীদের জন্য এর থেকে ভালো নিয়োগের সুখবর আর কিছুই হতে পারেনা। এই নিয়োগের সব থেকে বড় বিশেষত্ব হলো, এখানে বিভিন্ন রাজ্য তথা জেলা প্রান্ত থেকে যেকেউ চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এখানে একই সঙ্গে প্রচুর গ্রুপ সি, ডি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। নিচে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে, জানতে আমাদের সঙ্গে থাকুন।




নিয়োগকারী সংস্থা: দেশের বিখ্যাত নিয়োগকারী সংস্থা এসএসসি তথা স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।


পদের নাম: মূলত গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে এই দুটি লেভেলের পদের অধীনে সব মিলিয়ে 36 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।


মোট শূন্যপদ: একই সঙ্গে অঢেল পরিমাণ শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 7,500 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।


প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদন জানাতে গেলে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।


মাসিক বেতন: বিভিন্ন পদ অনুযায়ী বেতনক্রম বিভিন্ন। সেক্ষেত্রে সর্ব নিম্ন লেভেলের পদের জন্য মাসিক বেতন সর্বনিম্ন 25,500/- টাকা থেকে এবং সর্বোচ্চ লেভেলের পদের জন্য মাসিক বেতন 47,600/- টাকা থেকে শুরু হচ্ছে।


আবেদন পদ্ধতি: এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। বিস্তারিত ধাপগুলি নিম্নরূপ,

1. সবার প্রথমে আপনাকে One Time Registration করে নিতে হবে নিজের যাবতীয় কিছু তথ্য দিয়ে।

2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে বেশ কয়েকটি তথ্য প্রয়োজন। নিচে সেগুলি তথ্য উল্লেখ করা হয়েছে,

নিজের আধার নম্বর, 

যেকোনো আইডি নম্বর, 

নিজের নাম, 

বাবার নাম, 

মায়ের নাম, 

জন্মতারিখ, 

মাধ্যমিকের বোর্ড,

মাধ্যমিকের অ্যাডমিট এর রোল নম্বর,

জেন্ডার, 

মোবাইল নম্বর, 

ইমেল আইডি


3. এরপর আপনাকে Username (Registration Number) এবং Password প্রদান করা হবে, এগুলি দিয়ে লগইন করে নিন।

4. লগইন হওয়ার পর যাবতীয় আরো কিছু তথ্য যেমন, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, এক্সাম সেন্টার প্রেফারেন্স, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি দিতে হবে।

5. আপনার যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এগুলি এক এক করে আপলোড করে দেবেন।

6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের এক কপি প্রিন্ট আউট কপি সঙ্গে রাখবেন।


আবেদনের সময়সীমা: আগামী 03/05/2023 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হলো।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE


LOGIN/ OFFICIAL WEBSITE: CLICK HERE



Post a Comment

0 Comments