এন এসসি এর মাধ্যমে কয়েক হাজার গ্রুপ সি ও ডি এর চাকরি (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য )

এন এসসি এর মাধ্যমে কয়েক হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে I


এই ব্যাচের বিজ্ঞপ্তি নাম্বার NSC/CD-23/N-04 এই পরিষেবায় যোগদান করার জন্য সর্বপ্রথম ট্রেনিং করানো হবে I


এর জন্য কোন ধরনের ফ্রিজ দেওয়া লাগবে না প্রশিক্ষণের সমস্ত দায়-দায়িত্ব থাকবে ভারত সরকারের অনুমোদিত সংস্থা এর পরিচালিত ডিপার্টমেন্টের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা সহ বিভিন্ন জায়গায় মোট 18 টি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে প্রার্থীর নিকটবর্তী যে কোন একটি ট্রেনিং করার সুযোগ পাবেন ট্রেনিং এর সময়সীমা থাকবে ট্রেড অনুযায়ী I 


ট্রেনিং চলাকালীন থাকা ও খাওয়ার সুযোগ সুবিধা পাবেন বিনা খরচে ট্রেনিং সম্পন্ন হবে সফল হওয়ার পর স্থায়ী চাকরিতে যোগদান করানো হবে চাকরি করার সুযোগ পাবেন প্রার্থীর নিকটবর্তী এলাকায় সমস্ত পদের জন্য নূন্যতম মাধ্যমিক ছেলে মেয়েরা যে কোন শিক্ষিত রাজ্য বা কেন্দ্রীয় বোর্ড থেকে পাস থাকলে আবেদন করতে পারবেন I


এক্ষেত্রে পার্সেন্টেজের কোন বাধ্যবাধকতা নেই অতিরিক্ত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন বয়স পহেলা মেয়ে ২০২৩ হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ওবিসিরা বয়সে তিন বছর এবং এসসি এসটিরা প্রার্থীরা বয়সে পাঁচ বছর ছাড় পাবেন অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৩০শে এপ্রিল ২০২৩ পর্যন্ত প্রার্থী বাঁচায় জন্য সর্বপ্রথম শর্টলিস্ট করা হবে I




শর্টলিস্টের ফলাফল প্রকাশিত করা হবে ৮ই মে ২০২৩ তারিখে অফিশিয়াল ওয়েবসাইটে নির্বাচিত হলে শর্ট লিস্টে সিলেকশন লেটার পাবেন আপনার রেজিস্টার ইমেল আইডিতে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে অনলাইন বা অফলাইনের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন হলে ডাকা হবে এই ঠিকানায় ডিপার্টমেন্ট অফ ইপি ব্লক সেক্টর ৫ সল্টলেক কলকাতা -70091 I

ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর মেডিকেল টেস্ট করানো হবে কবে কোথায় কখন মেডিকেল টেস্ট হবে তা কল লেটার পাঠিয়ে জানানো হবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত করা হবেচূড়ান্ত মেধা তালিকা নথিভুক্ত প্রার্থীদের ট্রেনের জন্য জয়নতার পাঠানো হবে অনলাইনে আবেদন করার জন্য বৈধ একটি ইমেইল আইডি থাকতে হবে তারপর  www.joinnsc.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করলে ফর্ম টিভি পেয়ে যাবেন এছাড়াও আবেদন করার আগে নিচের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবেন  (পাসপোর্ট মাপের রঙিন ফটো সর্বোচ্চ ৫০ কেবির মধ্যে সিগনেচার সর্বোচ্চ কুরি কেবির মধ্যে ) I





পরিচয় পত্র হিসেবে দিতে পারেন আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এর মাধ্যমে যেকোন একটি আবেদন করার জন্য উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর রেজিস্টার ইমেইল আইডি সিস্টেম জেনারেটর অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে নেবেন  একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো অসুবিধার জন্য যোগাযোগ করতে পারেন এই হেল্পলাইন নম্বরগুলিতে ০৩৩ ৩৫৯৯৮৪৫০৯ এবং ৯৮৩৬১২৫৬৮৮ ০ পদের বিবরণ বেতন এবং অন্যান্য বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে I




Post a Comment

0 Comments