রাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে গ্রুপ-C জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

 

রাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে গ্রুপ-C জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে








বিরাট সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে প্রার্থীদের, তাও কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায়। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (Indira Gandhi National Open University- IGNOU) তে 200 পদে গ্রুপ-C Junior Assistant cum Typist নিয়োগ করা হবে। এখানে আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে জেনে নিতে নিচের তথ্যগুলি পরপর দেখুন।








যে পদে নিয়োগ হবে

জুনিয়র অ্যাসিট্যান্ট কাম টাইপিস্ট (Junior Assistant –cum-Typist- JAT)

মোট শূন্যপদ

এখানে মোট 200 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে কম্পিউটারে মিনিটে 40 টি ইংরেজি শব্দ এবং মিনিটে 35 টি হিন্দি শব্দ টাইপিং করার স্পিড থাকতে হবে।

বয়সসীমা

এখানে 18 বছর থেকে 27 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতনক্রম

এই পদের জন্য প্রার্থীদের 19900 থেকে 63200 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কম্পিউটার বেসড টেস্ট এবং টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

  • CBT তে 150 টি প্রশ্ন থাকবে এবং পূর্ণমান হবে 150 নম্বর।
  • এখানে General Awareness, Reasoning and General Intelligence, Mathematical Abilities, Hindi/English Language and Comprehension এবং Computer Knowledge Module টপিকে প্রশ্ন আসবে।
  • প্রতিটি টপিক থেকে 30 টি করে প্রশ্ন করা হবে। CBT তে ভালো ফল করা পরীক্ষার্থীদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে প্রার্থীদের। IGNOU এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে আবেদন মূল্য পে করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আবেদন করার সুবিধার জন্য আবেদন করার অনলাইন ডাইরেক্ট লিংক আমরা নিচে দিয়ে দিয়েছে। লিংকে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।

আবেদন মূল্য

UNRESERVED, OBC & EWS দের 1000 টাকা এবং SC, ST, FEMALE দের 600 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে প্রার্থীদের।

আবেদনের সময়সীমা

20/04/2023 তারিখ আবেদনের শেষ দিন। এই দিনের মধ্যে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)


✅ আবেদন করুন: Apply Now

 অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Post a Comment

0 Comments