WB Librarian Recruitment 2023: লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যে লাইব্রেরিয়ান পদে নিয়োগ চলছে, বিস্তারিত জানুন



চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি ডায়মন্ড হারবার ওম্যান ইউনিভার্সিটি (WB Librarian Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

WB Librarian Recruitment 2023 | পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩

🔥 Organization Name (সংস্থার নাম)Dimond Harbour Woman’s University 
🔥 Post Details (পোস্টের নাম)প্রফেসর এবং অন্যান্য 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)৩১ টি
🔥 Salary (বেতন)৫৭,৭০০ থেকে ১,৪৪,২০০ টাকা পর্যন্ত
🔥 Job Location (চাকরির স্থান)ডায়মন্ড হারবার
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অফলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://www.dhwu.ac.in/

ডায়মন্ড হারবার ওম্যান ইউনিভার্সিটিতে (WB Librarian Recruitment 2023) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

WB Librarian Recruitment 2023: Vacancy Detail | পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩: পদের নাম

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Professor ৮ টি
🔥 Sister Nibedita Chair Professor ১ টি 
🔥 Assistant Professor ৬ টি
🔥 Associate Professor ১৫ টি 
🔥 Librarian ১ টি 
🔥 Total ৩১ টি 

West Bengal Librarian Recruitment 2023: Age Limit | পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩: বয়স সীমা

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Age Limit (বয়স সীমা)
🔥 Professor সর্বাধিক ৪০ বছর
🔥 Assistant Professor সর্বাধিক ৪০ বছর
🔥 Associate Professor সর্বাধিক ৪০ বছর
🔥 Librarian সর্বাধিক ৪০ বছর

WB Librarian Job 2023: Selection Process | পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

WB Librarian Recruitment 2023: Salary | পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩: বেতন

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Salary (বেতন)
🔥 Professor ১,৪৪,২০০ টাকা 
🔥 Sister Nibedita Chair Professor ১,৪৪,২০০ টাকা 
🔥 Assistant Professor ৫৭,৭০০ টাকা 
🔥 Associate Professor ১,৩১,৪০০ টাকা 
🔥 Librarian ১,৪৪,২০০ টাকা 

How to Apply for WB Librarian Recruitment 2023: | পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-

Office of the Registrar, Diamond Harbour Women’s University, Diamond Harbour Road, Sarisha, South 24 Parganas, West Bengal-743368

WB Librarian Recruitment 2023: Required Documents | পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

WB Librarian Recruitment 2023: Application Fees | পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩: আবেদন মূল্য

🔥 Post Name (পোস্টের নাম)🔥 General Category Application Fees (সাধারণ শ্রেণীর আবেদন মূল্য)🔥 Reserved Category Application Fees (সংরক্ষিত শ্রেণীর আবেদন মূল্য)
🔥 Professor ২,০০০ টাকা ১,৫০০ টাকা 
🔥 Assistant Professor ১,০০০ টাকা ৪০০ টাকা 
🔥 Associate Professor ১,৫০০ টাকা ১,২০০ টাকা 
🔥 Librarian ২,০০০ টাকা ১,৫০০ টাকা 

WB Librarian Recruitment 2023: Educational Qualification | পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
🔥 Professor অংক, ইতিহাস, এডুকেশন, ফিলোসফি, জুওলজি, সংস্কৃত, ওম্যান স্টাডিস, বোটানি বিষয়ে Ph.D. এবং ১০ বছরের অভিজ্ঞতা
🔥 Sister Nibedita Chair Professor এডুকেশন বিষয়ে Ph.D. এবং ১০ বছরের অভিজ্ঞতা
🔥 Assistant Professor ৫৫% নম্বরসহ মাস্টার্স ডিগ্রি। NET পাশ করতে হবে।
🔥 Associate Professor এডুকেশন, বাংলা, ফিজিক্স, জিওগ্রাফি, ফিলোসফি, জুওলজি, সংস্কৃত, কেমিস্ট্রি, ওম্যান স্টাডিস, বোটানি বিষয়ে Ph.D অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৫৫% নম্বরসহ মাস্টার্স ডিগ্রি অথবা ৩ বছরের ব্যাচেলর ডিগ্রী। এছাড়াও ৮ বছরের অভিজ্ঞতা
🔥 Librarian লাইব্রেরি সাইন্স/ ইনফরমেশন সাইন্স/ ডকুমেন্টেশন সাইন্স বিষয়ে Ph.D. অথবা ৫৫% নম্বরসহ মার্টার্স ডিগ্রী। এছাড়াও ১০ বছরের অভিজ্ঞতা


WB Librarian Recruitment 2023: Important Dates | পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখসমুহ

  • আবেদনের শুরুর তারিখ: ০৪.০৪.২০২৩ অর্থাৎ ০৪ এপ্রিল ২০২৩ তারিখ
  • আবেদনের শেষ তারিখ: ২৯.০৪.২০২৩ অর্থাৎ ২৯ এপ্রিল ২০২৩ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানার জন্য আমাদের GAYAN BABA-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।

IImportant Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন
WB Librarian Recruitment 2023 Official Notice ডাউনলোড করুন