Moto G13 লঞ্চ হয়ে গেল 9,499 টাকায়, Jio গ্রাহকদের জন্য 2000 টাকার অফার পাওয়া যাচ্ছে

 

Moto G13 ফোনের দাম শুরু হচ্ছে 9,499 টাকা থেকে। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ফোনটিতে রয়েছে HD+ ডিসপ্লে, MediaTek Helio G85 প্রসেসর, Android 13 অপারেটিং সিস্টেম, 50MP ক্যামেরা-সহ আরও অনেক কিছু।







Moto G13 ফোনটি লঞ্চ হয়ে গেল ভারতে। এটি Motorola-র G Series-এর লেটেস্ট বাজেট স্মার্টফোন। 9,499 টাকা থেকে শুরু হচ্ছে ফোনের দাম। এই স্মার্টফোনে রয়েছে HD+ ডিসপ্লে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে একটি মিডিয়াটেক প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম। এছাড়া একটি চমৎকার 50MP ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে।

Moto G13: দাম, কবে থেকে কোথায় কিনতে পারবেন?

Moto G13 ভারতে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে 4GB + 128GB স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা এবং 4GB + 64GB স্টোরেজ স্পেসের দাম 9,499 টাকা। ম্যাট চারকোল এবং ব্লু ল্যাভেন্ডার এই দুই কালার অপশন রয়েছে ফোনটির। 5 এপ্রিল থেকে এই মোটোরলা ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা।

Moto G13: লঞ্চ অফার

একাধিক অফারও রয়েছে এই সদ্য লঞ্চ হওয়া ফোনের সঙ্গে। Reliance Jio ব্যবহারকারীরা এই ফোনের সঙ্গে 50 টাকার মোট চারটি ক্যাশব্যাক ভাউচার পেয়ে যাবেন। অর্থাৎ মোট 2,000 টাকার অফার পেয়ে যাচ্ছেন তাঁরা। তবে এই অফার পাবেন যাঁরা 419 টাকা বা তার বেশি খরচের Jio Plan রিচার্জ করেন। অতিরিক্ত অফার হিসেবে রয়েছে 500 টাকার Myntra Gift ভাউচার। সেই অফারও পাবেন Jio কাস্টমার বা যে সব কাস্টমাররা Jio-তে শিফ্ট করবেন।

Moto G13: স্পেসিফিকেশন, ফিচার

Moto G13 ফোনে রয়েছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 720X1600 পিক্সেল। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেটি Panda গ্লাস প্রোটেকশন দ্বারা সুরক্ষিত। বাজেট ফোনটিতে পারফরম্যান্সের জন্য রয়েছে অক্টা-কোর MediaTek Helio G85। এই প্রসেসর পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB ও 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এছাড়াও মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনটির স্টোরেজ 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।

ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। কোম্পানির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে, শীঘ্রই এই ফোনের ব্যবহারকারীরা Android 14 আপডেট পেয়ে যাবেন। সেই সঙ্গেই আবার তিন বছরের সিকিওরিটি আপডেটও পাওয়া যাবে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই Moto G13-এ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে একটি 2MP ডেপথ সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

স্টিরিও স্পিকার্স দেওয়া হয়েছে ফোনটিতে, যা ডলবি অ্যাটমস দিয়ে টিউন করা হয়েছে। IP52 রেটিং প্রাপ্ত এই ফোনটি স্প্ল্যাশ রেজ়িস্ট্যান্ট। সাইড-মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফোনটি ইক্যুইপ করা রয়েছে। এছাড়া রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী 5000mAh ব্যাটারি, যা 10W চার্জিং সাপোর্ট করবে।

Post a Comment

0 Comments