সিভিল সার্ভিসে যোগদান করার ইচ্ছে থাকে অনেক চাকরি প্রার্থীরই। সেই কারণে রাজ্যের বহু প্রার্থী WBCS Exam বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার আবেদনপত্র পূরণ করে থাকেন। আর কয়েকমাস বাদে শুরু হচ্ছে wbcs এর প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩. তার আগেই পরীক্ষার প্যাটার্ন বদল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যদিও এর আগে সূত্রের খবর ছিল, UPSC এর সঙ্গে সামঞ্জস্য রাখতেই রাজ্য wbcs এর পরীক্ষার সিলেবাসে বদল আনতে চাইছে। ঠিক কোন কোন দিক থেকে বদল আনা হচ্ছে?







WBCS Exam এর সিলেবাস বদল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, পরীক্ষার সিলেবাস বদল নিয়ে মন্ত্রীসভার ছাড়পত্রও মিলেছিল।
কি কি জিনিস বদল হচ্ছে?
WBCS পরীক্ষার মূলত তিনটি ধাপ রয়েছে। প্রথমটি হল প্রিলিমস, এরপর মেইনস এক্সাম। শেষে ইন্টারভিউ।
নম্বর বিভাজন-
প্রিলিমিনারি এক্সাম-
WBCS Exam এর প্রিলিমস ৪০০ নম্বরের হবে। যেখানে ২ টি পেপার থাকবে।
১) জেনারেল স্টাডিজ পেপার- I (GS Paper- I)
২) জেনারেল স্টাডিজ পেপার- II (GS Paper- II)।
প্রত্যেক পেপার ২০০ নম্বর করে হবে। থাকবে অবজেকটিভধর্মী প্রশ্ন। সময়সীমা ২ ঘন্টা।







পাশ নম্বর কত থাকবে?
জেনারেল স্টাডিজ পেপার- II তে কমপক্ষে ৩৩% নম্বর পেতে হবে (কোয়ালিফাইং মার্কস)।
উল্লেখ্য, পূর্বে প্রিলিমিনারি এক্সাম ২০০ নম্বরের দিতে হত। একটি মাত্র পেপার থাকতো। মোট আটটি বিষয়ের অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকতো।
পরীক্ষার নতুন সিলেবাস প্যাটার্ন অনুসারে,





মেইনস এক্সাম-
ডব্লুবিসিএস মেইনস এক্সামে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট থাকবে। লিখিত পরীক্ষায় মোট ১০ টি পেপার থাকবে। পেপার A তে থাকবে (বাংলা/ নেপালি), পেপার B তে থাকবে (ইংরেজি)। প্রত্যেক ক্ষেত্রে ধার্য নম্বর ৩০০ করে। প্রতি পেপারে সময়সীমা ৩ ঘন্টা করে থাকবে। পেপার A এবং B এর পর নেওয়া হবে বাকি পেপারগুলির পরীক্ষা।

পেপার (I) তে– English Essay & composition,
পেপার (II) তে– Tradition and Culture of Bangal,
পেপার (III) তে- Gs-I,
পেপার (IV) তে- Gs-II,
পেপার (V) তে- Gs-III,





এছাড়া গ্রুপ A ও গ্রুপ B পদের জন্য থাকবে দুটি অপশনাল পেপার (ঐচ্ছিক বিষয়)। পেপার (VII) তে- অপশনাল সাবজেক্ট পেপার ।,
পেপার (VIII) তে- অপশনাল সাবজেক্ট পেপার II.




পেপার (VI) তে- Gs-IV

WBCS Exam এ কত নম্বরের পরীক্ষা হবে?

প্রতিটি পেপার ২৫০ নম্বর করে হবে। পূর্বে মেইনস পরীক্ষায় রচনাধর্মী ও অবজেক্টিভ— দুই ধরনের প্রশ্নই আসত। এছাড়া ৬ টি আবশ্যিক বিষয় বা কোম্পালসরি পেপার থাকতো।
বিশেষ দ্রষ্টব্যঃ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে কোনো পরিবর্তন হলে আমাদের ওয়েবপোর্টালে আপডেট দেওয়া হবে।


এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।